যে কোনো প্রডাক্ট বা কোর্স অর্ডার করার নিয়ম

Education Center থেকে যে কোনো প্রডাক্ট বা কোর্স অর্ডার করার জন্য সর্ব প্রথম আপনাকে www.ec.mbtv24.com  এই ওয়েব সাইটে ভিজিট করতে হবে। তারপর আপনার কাঙ্খিত প্রডাক্ট বা কোর্সটি খুঁজে বের করতে হবে।

প্রডাক্ট খুঁজে বের করার নিয়মঃ

যে কোনো প্রডাক্ট খুঁজে বের করার সহজ উপায় হলো আপনি যে কোনো ব্রাউজার থেকে আমাদের ওয়েব সাইট www.ec.mbtv24.com লিংকে প্রথমে ভিজিট করবেন। তারপর হোম পেজেই আপনার কাঙ্খিত প্রডাক্ট না পেলে উপরে মেনুবার থেকে Shop বাটনে ক্লিক করুন। মোবাইল থেকে ব্রাউজ করলে উপরের দিকে বাম পাশে থ্রি লাইনে ক্লিক করে Shop মেনুতে ক্লিক করুন। অথবা সরাসরি এখানে ক্লিক করুন।তাহলে আপনাকে শপ পেজে নিয়ে যাবে। যেখানে আমাদের সকল প্রডাক্ট দেখতে পাবেন। আপনার কাঙ্খিত প্রডাক্ট খুঁজতে এখান থেকে ক্যাটাগরী, ফিল্টার ব্যবহার করেও সার্চ করতে পারেন।

যে কোনো কোর্স খুঁজে বের করার নিয়মঃ

যে কোনো প্রডাক্ট খুঁজে বের করার সহজ উপায় হলো আপনি যে কোনো ব্রাউজার থেকে আমাদের ওয়েব সাইট www.ec.mbtv24.com লিংকে প্রথমে ভিজিট করবেন। তারপর হোম পেজেই আপনার কাঙ্খিত কোর্সটি না পেলে উপরে মেনুবার থেকে Course – Paid Course  বা Free Course  এ যাবেন। অথবা সকল কোর্স একত্রে দেখতে চাইলে All Course এ ক্লিক করুন। মোবাইল থেকে ব্রাউজ করলে উপরের দিকে বাম পাশে থ্রি লাইনে ক্লিক করে Course – Paid Course  বা Free Course  এ ক্লিক করুন। অথবা সরাসরি এখানে ক্লিক করুন। তাহলে আপনাকে শপ পেজে নিয়ে যাবে। যেখানে আমাদের সকল প্রডাক্ট দেখতে পাবেন।

যে কোনো প্রডাক্ট অর্ডার করার নিয়মঃ

আমরা এখন একটা বই অর্ডার করে দেখাবো। এজন্য আমরা উপরে দেখানো নিয়মানুযায়ী প্রথমে আমাদের কাঙ্খিত প্রডাক্টটি খুঁজে বের করলাম। তারপর কি কি করতে হবে ধাপে ধাপে দেখুন:-

১. প্রডাক্ট ডেসিক্রপসন পড়ে প্রডাক্ট টি কিনতে আগ্রহী হলে  Add to Cart বাটনে ক্লিক করুন।

২. আপনার কার্টে বইটা যুক্ত হয়ে যাবে এবং আপনাকে কার্ট পেজে নিয়ে যাবে।ড্রাগ করে একটু নিচের দিকে যান। যদি আপনার কোনো ডিসকাউন্ট কুপন কোড থাকে; তাহলে Add a Coupon এর পাশের ড্রপডাউন আইকনে ক্লিক করে কুপন কোডটি বসান। কুপন কোড না থাকলে এখানে কিছু করতে হবেনা।

৩. Proceed to Checkout বাটনে ক্লিক করুন।

৪. Billing details ফরমটি পূরণ করুন।

* First Name, Last Name এর ঘরে যথাক্রমে আপনার নামে প্রথম ও শেষ অংশ লিখুন।

  • Country/Region থেকে Bangladesh নির্বাচন করুন। এটা ডিফল্ট করা থাকলে না করলেও হবে।
  • Street Address এ আপনার ঠিকানা লিখুন। যে ঠিকানায় বইটি পেতে চান।
  • Town/City এর ঘরে  আপনার জেলা সিলেক্ট করুন।
  • District এর ঘরেও আপনার জেলা সিলেক্ট করুন।
  • Postcode / ZIP এর ঘরে আপনার পোস্ট অফিসের কোড নাম্বারটি লিখুন। জানা না থাকলে না লিখলেও চলবে। (উল্লেখ্য পোস্ট কোড আপনার জাতীয় পরিচয় পত্রের পেছনের সাইডে পাবেন।)
  • Phone এর ঘরে আপনার মোবাইল নাম্বারটি অবশ্যই লিখুন।
  • E-mail address এর আপনার ই-মেইল ঠিকানা লিখুন। (আপনার ফোনে জিমেইল এ্যাপে এটা পাবেন। জানা না থাকলে null@gmail.com লিখুন। সেক্ষেত্রে আপনার ফোন নাম্বারটি অবশ্যই থাকতে হবে।

এবার নিচের দিকে চলে যান। যদি কোনো নোট লিখতে চান তাহলে Order notes অপসনে সেটা লিখতে পারেন। না চাইলে দরকার নাই।আরেকটু নিচে গেলে আপনার অর্ডার ডিটেলস দেখতে পাবেন।

  • বিকাশে পেমেন্ট করুন এর নিচের চেকবক্সে একটা টিক মার্ক দিন।
  • Place Order বাটনে ক্লিক করুন।
  • আপনাকে বিকাশ পেমেন্ট অপসনে নিয়ে আসবে। এখানে Your bkash Account Number এর নিচের ঘরে আপনার বিকাশ নাম্বারটি বসান।
  • তারপর Confirm বাটনে ক্লিক করুন।
  • তাহলে আপনার ফোনে একটা এসএমএস আসবে। যেখানে ৬ ডিজিটের একটা কোড থাকবে। এই কোডটি বসিয়ে Confirm করলেই আপনার পেমেন্টটি সম্পূর্ণ হয়ে যাবে। আপনার ফোনে বিকাশ থেকে একটা ম্যাসেজ যাবে। আপনার ব্যালেন্স থেকে বিলটি কেটে নেয়া হবে এবং অর্ডারটি সম্পূর্ণ হবে।
  • এখন আপনি একটা কনফার্মেসন ম্যাসেজ পাবেন। আপনাকে একটা অর্ডার নাম্বার দেয়া হবে। ভবিষ্যতের জন্য এই নাম্বারটি সংরক্ষণ করতে পারেন।
  • এভাবে আপনি আপনার অর্ডারটি সম্পূর্ণ করতে পারবেন।

উল্লেখ্য আমাদের সাইটের সকল পণ্য/কোর্সই এই একই পদ্ধতিতে অর্ডার করতে হবে। ধন্যবাদ।